শিরোনাম

South east bank ad

এমটিবি টাউন হল-২০২১ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এমটিবি টাউন হল-২০২১ অনুষ্ঠিত

এমটিবি টাউন হল-২০২১ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক, পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, রাশেদ আহমেদ চৌধুরী, এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এএমডি সৈয়দ রফিকুল হক ও চৌধুরী আখতার আসিফ এবং ডিএমডি গৌতম প্রসাদ দাস ও তারেক রিয়াজ খান উপস্থিত ছিলেন। এছাড়া এমটিবির সব বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, এমটিবির অঙ্গপ্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সিইওরা টাউন হলে উপস্থিত ছিলেন।

সম্মেলনে এমটিবির শাখাগুলোর বিগত বছরের কার্যক্রমের ওপর আলোকপাত করা হয় এবং কীভাবে ২০২১ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, এ ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়। এছাড়া ব্যাংকের কর্মীদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮টি ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এই টাউন এমটিবির প্রতিপাদ্য ‘টুওয়ার্ডস দ্য সাসটেইনেবল রিভাইভাল’ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান তার বক্তব্যে ২০২০ সালে ব্যাংকিং খাতে সব চ্যালেঞ্জ দৃঢ়তা ও সফলতার সঙ্গে মোকাবেলা করার জন্য এমটিবির এমডিসহ সব সদস্যকে অভিনন্দন জানান এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে সবাইকে সফলভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া এমটিবির চেয়ারম্যান গ্রাহকদের আস্থা অব্যাহত রেখে ব্যাংকটিকে সামনের দিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী করোনা মহামারীর সময় ব্যাংকের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা বিধান করে ব্যাংকিং পরিচালনা নিশ্চিতকরণে ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন।

ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক, করোনা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিতকরণে ব্যাংকের কর্মীদের দৃঢ় প্রত্যয়ের প্রশংসা করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: