এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ১২২টি শাখা এবং ছয়টি উপশাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম আবু মহসীন।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, পরিচালনা পর্ষদের সদস্য সোহেলা হোসেন, খায়রুল আলম চাকলাদার, তানজীনা আলী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ প্রমুখ।