শিরোনাম

South east bank ad

কেএম আওলাদ হোসেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ডিএমডি

 প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

কেএম আওলাদ হোসেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ডিএমডি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন কেএম আওলাদ হোসেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।

১৯৯৩ সালে অগ্রণী ব্যাংক থেকে সিনিয়র অফিসার হিসেবে পেশা জীবন শুরু করেন কেএম আওলাদ হোসেন। পরবর্তী সময়ে বেসিক ব্যাংক হয়ে ডাচ্-বাংলা ব্যাংকে ১৭ বছর কাজ করেন তিনি। এ সময়কালে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ে ব্রাঞ্চ বিজনেস ডিভিশনের প্রধান ও পরবর্তী সময়ে চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: