শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকের মাধবদী শাখা সম্প্রতি নরসিংদী জেলার মাধবদী এলাকায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
শাহ্জাহলাল ইসলামী ব্যাংক লিমিটেডের মাধবদী শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান (মানিক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।