বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা স্থানান্তর
গ্রাহকদেরকে আরো উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রয়াত্ত বেসিক ব্যাংক লিমিটেড এর শান্তিনগর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ স্থানান্তরিত নতুন ঠিকানায় (গ্রীণ সিটি রিজেন্সী, হোল্ডিং নম্বর ২৬,২৭,২৭/১, বীর উত্তম শামসুল আলম সড়ক, ওয়ার্ড নম্বর-১৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, থানা-পল্টন, জেলা-ঢাকা) শান্তিনগর শাখায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন বেসিক ব্যাংক ব্যাংকের পরিচালক মোঃ রাজীব পারভেজ এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম।
এসময় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, খান ইকবাল হাসান, আবু মোঃ মোফাজ্জেল, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ আবুল কালাম আজাদসহ শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদেরকে নতুন ঠিকানায় যোগাযোগ এবং ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়।