আইসিএসবির পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক
জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশের (আইসিএসবি) গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি রাজধানীর হোটেল র্যাডিসনে সপ্তম করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০১৯ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। জুরি বোর্ডের চেয়ারম্যান ডা. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
পুরস্কার গ্রহণ করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, সুশাসন, নিয়মানুবর্তিতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি।