মধুমতি ব্যাংকের দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত

মধুমতি ব্যাংকের দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২১’ শনিবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে শুরু হয়।
জুম প্রযুক্তি সহায়তায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন এমপি, পরিচালনা পর্ষদের সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, সালাউদ্দিন আলমগীর, এ মান্নান খান ও স্বতন্ত্র পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী এফসিএ।
এ সময় ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজমসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।