চলতি বছরের কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন

বিগত বছরে অর্জিত সাফল্য এবং চলতি বছরের কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।