কমিউনিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি বিল সংগ্রহে চুক্তি করেছে। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের যে কোনো শাখায় তিতাস গ্যাসের গ্রাহক বিল জমা দিতে পারবেন।
সম্প্রতি তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো. ইয়াকুব খান চুক্তিতে সই করেন।
এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ উপস্থিত ছিলেন।
এ সময় তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মো. মুনির হোসেন খান, পরিচালক আ.ছা.মু জিয়াউল হক, উপমহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, মো. মাহবুবুর রহমান ও তারিক আনিস খান, ব্যবস্থাপক হুমায়ুন কবির খান এবং কমিউনিটি ব্যাংকের এসইভিপি ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ আব্দুল কাইউম খান, ইভিপি ও কোম্পানি সচিব সাইফুল আলম, ভিপি ও করপোরেট শাখার ব্যবস্থাপক শেখ জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।