এবি ব্যাংকের নতুন আমানত স্কিমের উদ্বোধন

জীবন বীমা সুবিধা দিয়ে নতুন আমানত চালু করল বেসরকারি খাতের এবি ব্যাংক। নামে পাঁচ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতে কোনো ধরনের প্রিমিয়াম ছাড়াই ৮০ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা মিলবে। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'এবি নিশ্চিন্ত' নতুন এ স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, শামসিয়া আই মুতাসিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানানো হয়, এ কর্মসূচির আওতায় ১৮ থেকে ৬৪ বছর বয়সী ব্যাক্তি এক বছর মেয়াদি আমানত রাখতে পারবেন। পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর স্বাভাবিক মৃত্যু হলে ২০ লাখ টাকা পাবেন। আর দুর্ঘটনাজনিত মৃত্যুতে পাবেন ৫০ লাখ টাকা। আমানতের পরিমাণ ১০ লাখ টাকার বেশি হলে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৩০ লাখ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুতে ৮০ লাখ টাকা পাবেন। সরাসরি শাখায় গিয়ে ছাড়াও কল সেন্টারে ফোন করলে গ্রাহকের কাছে গিয়ে নতুন এ হিসাব খুলে দেবে ব্যাংক। এ আমানতের বর্তমান সুদহার ৫ দশমিক ৫০ শতাংশ।