রিকন্ডিশন্ড গাড়ির মেলা জানুয়ারিতে

জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী শুরু হচ্ছে জানুয়ারিতে। তিন দিনের এ প্রদর্শনী আগামী ২২ জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে। 'বারভিডা কার এক্সপো-২০১৬' নামে এ প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। ঢাকায় গাড়িমেলার এটি দ্বিতীয় আসর।
গতকাল সোমবার রাজধানীতে বারভিডার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের এ তথ্য জানান সংগঠনের সভাপতি মো. আবদুল হামিদ শরীফ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
বারভিডার সভাপতি বলেন, স্বল্প ব্যবহৃত জাপানি রিকন্ডিশন্ড গাড়ির পরিচালন ব্যয় কম এবং খুচরা যন্ত্রাংশও সহজলভ্য। এসব বিষয়ে ভোক্তাদের ধারণা দিতে এই প্রদর্শনীর আয়োজন। এ ছাড়া প্রদর্শনীর মাধ্যমে আগামী প্রজন্মের বাহন (এনজিভি) পরিবেশবান্ধব গাড়ি সম্পর্কেও বিভিন্ন তথ্য-উপাত্ত এবং প্রযুক্তি ও কারিগরি দিক তুলে ধরা হবে। একই সঙ্গে গাড়ির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য পণ্যসামগ্রীর স্টল থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী খোলা থাকবে। মেলায় টিকিটের মূল্য ২০ টাকা। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মেলার শতাধিক স্টল থেকে ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন।
গাড়ির যন্ত্রাংশ এবং আর্থিক সেবা দিতে অন্যান্য প্রতিষ্ঠান এবং ব্যাংক ও অর্থায়নকারী প্রতিষ্ঠানও মেলায়
অংশ নেবে।