নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী!
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পাচ্ছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটোয়ারী।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আইজিপি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছেন। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল যাবে রাষ্ট্রপতির কাছে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপণ জারি করা হবে।
আগামী ১ ফেব্রুয়ারি তিনি আইজিপি হিসেবে দায়িত্ব নিতে পারেন।
উল্লেখ, বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি।
জাবেদ পাটোয়ারী বিসিএস ৮৪ ব্যাচের। ওই ব্যাচে প্রথম হয়েছিলেন তিনি। ১৯৮৬ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ আছে জাবেদ পাটওয়ারীর।
তার জন্ম চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে। বাবুরহাট হাই স্কুল থেকে কৃতিত্বের এসএসসি এবং চাঁদপুর কলেজ হতে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন।