গণপিটুনিতে ডাকাত নিহত
এইচ কবীর টিটো, (গফরগাঁও):
ময়মনসিংহের গফরগাঁওয়ে গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল (২৭ ফেব্রুয়ারি) রবিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকায়।
নিহত ডাকাত হেলাল (৪৩)ওই গ্রামের চৌধুরী কান্দা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডাকাত হেলাল রবিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকার ওয়াহেজ উদ্দিনের বসত ঘরের দরজার নিচের মাটি সরিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে ।
এসময় বাড়ির লোকজন খোঁজ পেয়ে এলাকাবাসীর সহায়তায় ডাকাত হেলাল উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়।
জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ডাকাত হেলালের হাত পা বাঁধা লাশ চৌধুরী কান্দা এলাকায় তার বাড়ির সামনে রেখে আসে। পুলিশ সংবাদ পেয়ে আজ (২৮ ফেব্রুয়ারি) সোমবার সকালে লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান মঈনুল হক মঈন সরকার বলেন,হেলাল এলাকায় গরু চুরি,ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জরিত ছিলো।তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন,হেলালের বিরুদ্ধে চুরিসহ নান অপরাধে একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।