পরিকল্পনা নিয়ে কাজ করলে উন্নতি করা যায় তার দৃষ্টান্ত শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, পরিকল্পনা নিয়ে কাজ করলে মানুষ অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছাতে পারে। কোনো প্রতিকূলতাই বাঁধা হতে পারে না। যে বরেন্দ্র অঞ্চলে এক সময় কোনো ফসল হতো না, আজ সেখানে ফলের বাগান হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ হচ্ছে। সেখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বরেন্দ্র অঞ্চলের পরিবেশ বদলে গেছে। মানুষ চেষ্টা করলে পরিবেশ বদলে দিতে পারে।
প্রতিমন্ত্রী রোববার রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাঘা সামাজিক বন বিভাগ।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করলে যে উন্নতি করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী পরিকল্পনার কারণে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের আগে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু তা করে দেখাতে পারেনি। শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দেশের উন্নতি হবেই।
শাহরিয়ার আলম বলেন, আমাদের মাটি সীমিত, আমাদের খনিজ সম্পদ সীমিত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো আমাদের তেল-গ্যাস নেই, খনিজ সম্পদ নেই। কিন্তু আমাদের আছে উর্বর ভূমি। ছাগলে না খেলে, মানুষে না কাঁটলে এ মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ হয়।
এসময় তিনি বনায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশকে ঠিক রাখতে হলে বনায়ন করতে হবে। ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বনায়ন কর্মসূচি গ্রহণ করেছিল। এখন আরো সুযোগ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। সুতরাং নতুন করে গাছ লাগানোর সুযোগ বাড়ছে।
তিনি উপকোরভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দেখে এখন অন্যরা অনুপ্রাণিত হবে।
এসময় প্রতিমন্ত্রী সামাজিক বনায়নে ভূমিকা রাখার জন্য বন বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সকলকে সামাজিক বনায়নে সহযোগিতার আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী বাঘা ও চারঘাট উপজেলার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বাগানে সম্পৃক্ত ১১৯ জন উপকারভোগীর হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দেন। উপকারভোগীদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৩৮ জন মহিলা। উপকারভোগীরা এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লায়েব উদ্দীন লাভলু, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।