শিরোনাম

South east bank ad

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় ও সমাজসেবা অধিদপ্ত সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চেক বিতরণ করা হয়।

আজ বরিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (সচ্ছতায়) উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় ৬টি প্রকল্পের উদ্বোধন, ৩টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্তনালয়ের অধিনে ২টি কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন সমাজসেবা কার্যালয় কতৃর্ক পল্লী মাতৃকেন্দ্রের ১৩টি দলের ক্ষুদ্র ঋণ বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তর আওতায় মহিলাদের সনদ ও চেক বিতরণ, উপজেলা প্রশাসনের তত্বাবধানে ক্ষুদ্র নৃগোষ্ঠি ছাত্রীদের মাঝে ২০টি বাই-সাইকেল বিতরণ ও গ্রাম পুলিশের মাঝে পোষাক বিতরণ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী এম,পি।

এ-সময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, মাধবপুর চুনারুঘাট সার্কেল মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ১নং ধর্মঘর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ২নং চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ৪নং আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ আহমেদ, ৬নং জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খান, ৯নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল, ১০নং ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, উপজেলা আ'লীগ সহ-সভাপতি জাহেদ খান, উপজেলা আ'লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী, থানা প্রেসক্লাবের সম্পাদক সাব্বির হাসান, আন্দিউড়া ইউপি আ'লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ প্রমুখ।

বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী এম,পি বলেন, দেশে উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। প্রথমেই উনার নির্বাচনী এলাকা মাধবপুরে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি অনুরোধ করেন দায়িত্বের সাথে যেন ইউনিয়নের মানুষের পাশে থাকে ও কর্তব্য পালন করে।

দেশ থেকে আরব দেশ দুবাই, সৌদি-আরব সহ বিভিন্ন দেশে প্রবাসীদের প্রবাসে যেতে কোভিড-১৯ এর চলমান পরিস্থিতি কারণে অবরোধ ছিল, বিদেশ যেতে বিভ্রান্তি পোহাতে হত বিমান ও পর্যটক মন্ত্রনালয়ে নিরলস প্রচেষ্টায় এই অবোধ তুলে নেয়া হয়।

মাধবপুর উপজেলা সদর থেকে ছাতিয়ান পর্যন্ত বিভিন্ন ইউপির জন্য হাইওয়ে সড়ক বিপরীত সড়ক নির্মানের জন্য কাজ চলছে। দেশে থেকে যারা বাহিরে দেশে যান এই মহামারী করোনার সময়ে বিদেশে ভ্রমণ করে তাদের জন্য করোনা টিকা অবশ্যই গ্রহণ করতে হবে।

দেশের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স গুলো চিকিৎসা ক্ষেত্রে আরও ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামিলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারী করোনার পরিস্থিতিতেও স্কুল গুলোতে জানুয়ারী প্রথম থেকেই শিশুদের হাতে বই বিতরণ কার্যক্রম সফল করেন দেন। শেখ হাসিনা সরকার দেশের গার্মেন্টস শিল্পকে পৃথিবীতে ১নাম্বার করার লক্ষে কাজ করে যাচ্ছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: