বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টু জামাল (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
গতকাল (২৬ ফেব্রুয়ারি) শনিবার রাত পৌনে ১০টার দিকে রায়েরবাগ ও মাতুয়াইল মেডিকেলের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, নিহত জামাল বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার বলিবাড়ি গ্রামে। বাবার নাম মুজিবুর রহমান। বর্তমানে নাজিমুদ্দিন রোড ফার্নিচার মার্কেটে থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আজিজুল হক সুমন জানায়, রাতে ভ্যান চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন জামাল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, লাব্বাইক পরিবহনের একটি বাস তার ভ্যানকে ধাক্কা দিয়েছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।