শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে ২৭টি পয়েন্ট্রে দেয়া হচ্ছে গণটিকা

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের এক কোটি মানুষকে প্রথম ডোজের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টিকা প্রদান কর্মসুচী বাস্তবায়নের লক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৭টি কেন্দ্রের মাধ্যমে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হয় এ কার্যক্রম।

আজ (২৬ ফেব্রুয়ারি শনিবার নানা আয়োজনে স্কুল, কলেজের শিক্ষার্থী, স্কাউট, সরকারি কর্মচারী-কর্মকর্তাদের অংশগ্রহনে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকা প্রদান কার্যক্রম চালানো হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান বলেন, উপজেলার ২৭ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

সেখানে মোবাইল নম্বর দিয়েই ভ্যাকসিন নেওয়া যাবে। মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে ভ্যাকসিন দেয়া সহ তাদের একটি করে কার্ড দেওয়া হচ্ছে। সেটিই হবে তার ভ্যাকসিন নেওয়ার প্রমাণ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলায়ও এই গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে পুর্ব থেকেই মাইকিং করা হয়েছে। টিকার জন্য নিবন্ধন করা না থাকলেও কেন্দ্র থেকে কাউকে ফেরত পাঠানো হবে না।

সকলকে এ কার্যক্রমে সহায়তা করতে অনুরোধ জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: