গণটিকা গ্রহণে মানুষের উপচেপড়া ভিড়
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়। বিভিন্ন বয়সী মানুষ করোনা টিকা গ্রহণ করতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন টিকা কেন্দ্র স্থাপন করা হয় এতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়। মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, বাংলাদেশ সরকার ঘোষিত চলতি মাসের (২৬ ফেব্রুয়ারী) রোজ শনিবার ১ম ডোজ টিকা প্রদান কার্যক্রম শেষ হবে।
এই তারিখ কে কেন্দ্র করে সরকার ঘোষণা করেছেন সারাদেশে একযোগে ১ কোটি টিকা প্রদান করবে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন স্কুল, কমিউনিটি অস্থায়ী কেন্দ্র সহ ২৭৩টি কেন্দ্রে মোট ২২ হাজার ৫৭৫ জন কে প্রথম ডোজ টিকা প্রদান কর হয়।