ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) পঞ্চগড় জেলার শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় পৌর শহরের ডোকরোপাড়ায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারেক।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি তোফায়েল আলম ও সাধারণ সম্পাদক বকুল আরমানসহ নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিরা।