অদম্য কৃতি শিক্ষার্থী তামান্না নূরা ও শাহিদা খাতুনকে সংবর্ধনা
মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের শার্শায় অদম্য কৃতি শিক্ষার্থী তামান্না আক্তার নূরা ও শাহিদা খাতুনের সংবর্ধনা ও মডেল এতিম খানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার আয়োজনে ও মরহুম হাজী মনোহর আলী মাষ্টারের পাখি বাড়ি সিলেটের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।
সংবর্ধনা অনুষ্ঠানে তামান্না নূরা ও শাহিদা খাতুনকে ক্রেষ্ট ও এতিম খানার শিশুদের মাঝে বিভন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নাভারণ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অদম্য মেধাবী দুই কৃতি শিক্ষার্থীকে উদ্ভাবক মিজানের সার্বিক সহযোগিতায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি মডেল এতিম খানার শুভ উদ্বোধন করা হলো। উক্ত এতিমখানা ও দুই মেধাবী বিশেষ শিক্ষার্থীর জন্য শুভ কামনা রইলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ফজলে করিম মো: নাজমুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক এম এ রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।