শিরোনাম

South east bank ad

সাংবাদিক মেহেদী হাসান ও তার পিতাকে কুপিয়ে মারাত্মক জখম

 প্রকাশ: ০১ জানুয়ারী ১৯৭০, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মোল্যা (৩০) ও তার পিতা আজিজুর রহমান (৫০) কে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসীরা।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকালে গোড়পাড়া বাজারে মেহেদী হাসান মোল্যার নিজ ব্যবসা প্রতিষ্ঠান নূর ডেকোরেটারে এ ঘটনাটি ঘটে। এসময় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ঘটনার দিন বিকালে মেহেদী হাসান ও তার পিতা আজিজুল হক দোকানে বসে চা খেতে খেতে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলো।

এসময় ঐ এলাকার সন্ত্রাসী সুমন হোসেন, ফাইমুর, রাব্বি, সোহেল ও নুরুদ্দীনের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর হয়ে কাজ করায় নির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুলের নির্দেশে এ হামলা করে তার সমর্থকরা বলে জানা যায়। এর আগে সকালে কিছু লোকজন বাজারে এসে নানা ধরনের গুজব ছড়িয়ে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়।

নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নৌকার প্রতি একাত্মতা ঘোষণা করে নির্বাচন থেকে সরে এসেছিলাম।

আমার সাথে নৌকার পক্ষে কাজ করায় আমার সমর্থকদের আজ মেরে ফেলার চেষ্টা করছে। বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার ও নৌকার পক্ষে কাজ অন্যান্য কর্মীরা। আমি প্রশাসনের প্রতি এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, গোড়পাড়া বাজারে মারামারি হয়েছে সাংবাদিক মেহেদী হাসান মোল্যা ও তার পিতা হামলার শিকার হয়ে আহত হয়েছেন।

বাজারে ব্যবসায়ীদের কমিটি নিয়ে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি। রাজনীতি সূত্রে ইউনিয়নবাসীর কাছে আমার ভাবমূর্তি নষ্ট করতে সাবেক চেয়ারম্যান নানা ধরনের কুচক্রী কাজকর্ম করছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: