আম্বালা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আম্বালা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অ্যাডভোকেসি সভা উজানী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কৃষিবিদ শ্যামল কান্তি বোসের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পরিষদের সকল নবনির্বাচিত সদস্যবৃন্দ ও পরিষদের সচিব সংস্থার পক্ষে মালা বোস ও রঞ্জিত মল্লিক উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বালা ফাউন্ডেশন আইটিএমএফসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি জনাব মো. আতিকুজ্জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যানসহ পরিষদের সকল নির্বাচিত সদস্যদের সংস্থার ও সংস্থার প্রধান নির্বাহী জনাব আরিফ সিকদারের পক্ষ থেকে অভিনন্দন জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো. আতিকুজ্জামান। অত:পর পরস্পরের মধ্যে এক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার কার্যক্রমের উপর প্রতিবেদন পস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রঞ্জিত মল্লিক। প্রতিবেদন উপস্থাপন শেষে উপস্থিত সকলে এক উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। অত:পর সংস্থার পক্ষ থেকে আগামী দিনে কাজ করার ক্ষেত্রে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদত্ত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে দরিদ্র প্রান্তিক জেলেদের অগ্রাধিকার প্রদানের অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি ও উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় তার বক্তৃতায় বলেন, আগামীদিনে কাজ করার ক্ষেত্রে যেন তাকে এবং তার নির্বাচিত মেম্বারদেরকে সম্পৃক্ত করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিগতদিনে ভাল কাজ করার জন্য আম্বালা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং পরিষদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন।