হঠাৎ জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়োগকৃত তৃতীয় শিক্ষক, নিয়োগ, এমপিওভুক্ত, বকেয়ার বিষয়ে জটিলতা নিরসনের উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে আগামী ১ মার্চ জরুরি সভার আয়োজন করা হয়েছে। ঐদিন সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্ঠিত হবে।
গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে সাক্ষর করেন উপসচিব সোনা মনি চাকমা।
জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়োগকৃত তৃতীয় শিক্ষক, নিয়োগ, এমপিওভুক্ত ও বকেয়ার বিষয়ে জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত হবে। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন।