মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ ঘটিকায় রুপাতলীতে অবস্থিত বিএমপি'র নবনির্মিত পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদ পদবীর সদস্যদের সমন্বয়ে গঠিত মোবিলাইজেশন কন্টিনজেন্ট এর প্রথম ব্যাচের দু'সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ সমাপ্ত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার।
এসময় তিনি প্রশিক্ষণের বিভিন্ন দিক যেমন- ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, পিকেট, চেকপোস্ট ডিউটি, ফরমেশন এবং পূর্ব প্রস্তুতি সহ নানাবিধ বিষয়ে প্রশিক্ষনার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ সহ আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ।