শিরোনাম

South east bank ad

দক্ষিণ সুদান সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দক্ষিণ সুদান সফর শেষে আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। চার দিনের এই সফরে তিনি দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন। সেইসাথে তিনি দক্ষিণ সুদান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এঞ্জেলিনা টেনি, উপ প্রতিরক্ষা মন্ত্রী চৌল থৌন বালক্, উপ পররাষ্ট্র মন্ত্রী দেং দাউ দেং মালেক, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

সফরকালে তিনি রাজধানী জুবা-তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানী (BANCEC)-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স (BANRPF)-৫ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS) ফোর্স হেডকোয়ার্টারস পরিদর্শনকালে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার, ফোর্স চিফ অব স্টাফ এবং চিফ মিলিটারি অবজারভার সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। এছাড়াও তিনি বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ফোর্স মেরিটাইম ইউনিট (ব্যানএফএমইউ)-৭ পরিদর্শন করেন।

সেনাবাহিনী প্রধান ওয়াউ-তে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৫) পরিদর্শন করেন। তিনি সেখানে ব্যানব্যাট-৫ কর্তৃক নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন। সফরকালীন সময়ে তিনি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি (BANCEC)-২১ এর মাঠে নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্ট এর একটি টেমপোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শন করেন। সেখানে কন্টিনজেন্ট এর ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এছাড়াও তিনি স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ দক্ষিণ সুদানের সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়।
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: