এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিন দ্বয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এএসআই(নিঃ)/মোঃ রিমন খাঁন সঙ্গীয় রাত্রীকালীন সিয়েরা-৩৪ এর অফিসার এএসআই(নিঃ)/মোঃ এরশাদ আলী ও ফোর্র্সদের সহায়তায় ২৩/০২/২০২২খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট থানাধীন মংলিপাড় সাকিনস্থ আহমদ ভিলা নামক বসতবাড়ির কেয়ারটেকার ধৃত আসামী মোঃ নয়ন মিয়া (৩৫) এর বসতঘর হইতে ধৃত আসামী ১। মোঃ নয়ন মিয়া (৩৫), পিতা-মৃত শামছ উদ্দিন, সাং-কাকনহাটি, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-কেয়ারটেকার, আহমদ ভিলা, মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ আজাদ (৩৩), পিতা-মৃত মরফত আলী, মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। মোঃ সেলিম মিয়া (৪২), পিতা-মৃত লাল মিয়া, সাং-রানীগঞ্জ, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-মংলিপাড়, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের হেফাজত হইতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১০(দশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৪/০২/২০২১খ্রিঃ তারিখ ০০.১০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ জব্দ করেন।
পরবর্তীতে থানায় হাজির হইয়া জব্দকৃত আলামত ও ধৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বাদীর এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-১৬, তাং-২৪/০২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।