শিরোনাম

South east bank ad

উচ্চমাধ্যমিকের ইংরেজিতে বড় পরিবর্তন, বাড়ছে না বইয়ের দাম

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এ বইয়ের ছয়টি অধ্যায়ে নতুন বিষয় যুক্ত করা হয়েছে। এছাড়া এ বছর উচ্চমাধ্যমিকের বইয়ের দামও বাড়ানো হচ্ছে না। আগামী ২ মার্চ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) উচ্চমাধ্যমিক স্তরের বইয়ের উদ্বোধন করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বইয়ের মোড়ক উন্মচন করবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম গতকাল (২৩ ফেব্রুয়ারি) বুধবার বলেন, ‘উচ্চমাধ্যামকের বই ছাপানোর কাজ শুরু হয়েছে। আগামী ২ মার্চ এসব বইয়ের মোড়ক উন্মচন করা হবে। সারাদেশের সব জেলায় একসঙ্গে এসব বই পাঠানো হবে। কোথাও বইয়ের সংকট থাকবে না।’

তিনি বলেন, ‘এবার ইংরেজি বইয়ে ছয়টি অধ্যায়ে পরিবর্তন আনা হয়েছে। বইয়ের দাম আগের মতো রাখা হয়েছে। কেউ যাতে নকল বই ছাপাতে না পারে, সেজন্য আমাদের একটি মনিটরিং টিম মাঠে কাজ করবে। বইয়ের মান আগের চাইতে আরও ভালো করা হচ্ছে। ২ মার্চ শিক্ষামন্ত্রী এসব বইয়ের মোড়ক উন্মচন করবেন।’

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস আগামী ২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে এনসিটিবির অনুমোদিত বাংলা, বাংলা সহপাঠ, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বইয়ের মুদ্রণ কাজ শুরু করা হয়েছে। আগামী ২ মার্চ এনসিটিবির অনুমোদিত এসব বইয়ের মোড়ক উন্মোচন করবেন শিক্ষামন্ত্রী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বছর উচ্চমাধ্যমিকের ইংরেজি বইয়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) করা মাঠপর্যায়ের জরিপে ইংরেজি বইয়ে শিক্ষার্থীরা যেসব বিষয় কঠিন ও দুর্বোধ্য বলে চিহ্নিত করেছেন, সেসব অধ্যায় বাতিল করে নতুন বিষয় যুক্ত করা হয়েছে।

তার মধ্যে জীবনব্যবস্থা, নারীর অগ্রগতি ও সাহসিকতাসহ বিভিন্ন অধ্যায় যুক্ত করা হয়েছে। এজন্য আগের চেয়ে ইংরেজি বইয়ের পৃষ্ঠার সংখ্যা বেড়েছে। আগের চাইতে এ বইয়ের দাম পাঁচ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে অন্যান্য বইয়োর দাম আগের মতো রয়েছে।

জানা গেছে, এবার এনসিটিবি উচ্চমাধ্যমিকের চারটি বিষয়ের মোট ৪২ লাখ বই ছাপানোর অনুমোদন দিয়েছে। সেই হিসেবে প্রতিটি বই ১০ লাখের কিছুটা বেশি ছাপানো হচ্ছে। এ বাবদ প্রায় পাঁচ কোটি টাকা আয় করেছে। এ অর্থ সরকারের রাজস্বখাতে জমা দেওয়া হবে। গত বছরের ডিসেম্বরে এসব বই ছাপানোর দরপত্র করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: