বোয়ালমারী হতে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক
জাকির হোসেন ,(ফরিদপুর):
ফরিদপুর জেলার বোয়ালমারী হতে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প।
আটককৃত মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সূর্য্যদিয়া গ্রামের মোঃ আলম শেখ এর ছেলে মোঃ শহিদুল শেখ(৩৬) ও অপরজন কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন মৃত চান্দু মিয়ার ছেলে বর্তমানে বোয়ালমারী থানাধীন সূর্য্যদিয়া ইটের ভাটার শ্রমিক মোঃ জালাল (৩৭)।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ০২.৩০ ঘটিকার সময় অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সূর্য্যদিয়া গ্রামস্থ জনৈক মুজিবর সরদার এর ইটের ভাটার প্রবেশ পথ হতে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করে।
এ সময় তাদের হেফাজত হতে ১ কেজি গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীদ্বয়কে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।