সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কর্মশালা
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের একটি আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউরন্ডশন(এসডিএফ)এর দিনব্যাপি কর্মশালা আজ (২৩ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমী হলরুমে সম্পন্ন হয়েছে।
এসডিএফ এর নেত্রকোনা জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুন’র সঞ্চালনায় আঞ্চলিক পরিচালক,ময়মনসিংহ মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক তানজিলা আলম,আরো আলোচনা করেণ নেত্রকোনা জেলা ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন,নেত্রকোনা জেলা কর্মকর্তা নাদিরা বেগম,ওসি(ভারঃ)মীর মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান সহ অনেকে।
৫ বছরের প্রকল্পে কর্মশালায় টেকসই উন্নয়ন,নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে বিষদ আলোচনা করা হয়।