ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেলোমেশিন চালিত নসিমন (ভটভটি) থেকে পড়ে গিয়ে তোজাম্মেল হক (৩৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সেনুয়া ভাংগা ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তোজাম্মেল হক সেলো মেশিন এর ইঞ্জিন চালিত নসিমন (ভটভটি) র চালক ছিলেন।
অন্যদিনের মতো বাড়ি থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন পথিমধ্যে গাড়ী থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি উপজেলার ভোমরাদহ ইউনিয়নের দক্ষিণ সেনুয়া গ্রামের মৃত তসির উদ্দিনের ১ম ছেলে।
ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক বিষয়টি নিশ্চিত করেন।