মানববন্ধন সাংবাদিকদের প্রশ্নের মুখে ঘুটিয়ে নেয় ব্যানার
শেখ জাহান রনি, (মাধবপুর ):
অন্য জায়গার পুরাতন মূর্তি ভাঙ্গার ছবি দিয়ে ব্যানার টানিয়ে মাধবপুরে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মানবন্ধন করেছে। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বত্র।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ গেইটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোটরা আয়োজনে এ মানবন্ধন হয়।
গত (৫ ফেব্রুয়ারী) স্বরস্বতি পূজার শেষে উপজেলা আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোকে নিয়ে মারামারি হয়।
এ সংক্রান্তে মাধবপুর থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জন রেখে একটি মামলা রুজু হয় মাধবপুর থানায়। মামলার প্রধান আসামী জেল হাজতে থাকলেও অধিকাংশ আসামীরা আদালত থেকে জামিনে রয়েছে।
আজ পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুয়ায়ী মানববন্ধন পালন করেন সনাতন ধর্মালম্বীরা। উক্ত মানবন্ধনে টানানো ব্যনারে দু’পাশে ১০টি ভাঙ্গা মুর্তির ছবি ব্যবহার করা। যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ হরিষ চন্দ্রকে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী লিঠন রায়সহ আয়োজনকারীরা সাংবাদিকদের প্রশ্নের মুখে কোন সদুত্তর না দিয়ে মানবন্ধন থেকে ব্যানারটি ঘুটিয়ে নেয়।