শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও উপস্থিতি কম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দীর্ঘ এক মাস পর ময়মনসিংহের প্রাথমিক বিদ্যালয়গুলো ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে
উঠে। সকাল থেকেই ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে শিক্ষা অধিদফতরের ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু হয়েছে।
ময়মনসিংহ মহানগরীর সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের জানান, দীর্ঘ এক মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহের আমেজ বিরাজ করছে।
শিক্ষার্থীদের
পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। তবে প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম।
ময়মনসিংহ মহানগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া জানান, শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই ক্লাস চালু হয়েছে। তবে একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আনা হবে।
এদিকে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকে প্রাইমারি ছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।
টিকা দেওয়া হয়েছে এমন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে এনে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করার কথা বলা হয়েছে।