চিনিকল চালুর দাবীতে শ্রমিকদের সমাবেশ
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় চিনিকলসহ ৬টি চিনিকলই পূণরায় চালুর দাবীতে এবং এসব চিনিকলগুলোর স্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ও শ্রমিক ছাটাই বন্ধের দাবীতে সমাবেশ করেছে পঞ্চগড় চিনিকল চুক্তিভিত্তিক কর্মচারী ও শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় মিলগেট বাজারে এই সমাবেশের আয়োজন করেন তারা।
সমাবেশে পঞ্চগড় চিনিকল চুক্তিভিক্তিক কর্মচারী ও শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক হারুন-অর রশিদ ভুইয়া, সাধারণ সম্পাদক উজ্জল রায়, কেন্দ্রীয় সদস্য বিধান দাস, পঞ্চগড় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বুলেট প্রমূখ।
বক্তারা অবিলম্বে পঞ্চগড় চিনিকলসহ বন্ধ থাকা দেশের ৬টি চিনিকল রাষ্ট্রীয়ভাবো পূণরায় চালুসহ স্থায়ী চুক্তিভিক্তিক শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন এবং শ্রমিক ছাটাই বন্ধের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা।