শিরোনাম

South east bank ad

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে নতুন মুখ মুনিম

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দলে নতুন মুখ বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুনিম শাহরিয়ার।

গত (২০ ফেব্রুয়ারি) রোববার সন্ধ্যায় মিরপুরে এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা জাতী ক্রিকেট স্টেডিয়ামে ২ ও ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

বিপিএলে মুনিম নজর কাড়েন আগ্রাসী ব্যাটিংয়ে। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন ১৫২ স্ট্রাইক রেটে। তার সঙ্গে এই স্কোয়াডে আছেন ইয়াসির আলীও। বিপিএলে ১১ ম্যাচে ২১৯ রান করেছেন ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকলীন ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি তার। বিশ্বকাপ ব্যর্থতার পর লিটনকে বাদ দেওয়া হয়েছিল। বিপিএলে আহামরি ভালো না করলেও আবার সুযোগ পেলেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে মুশফিকুর রহিমকে। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। যদিও মুশফিকের দাবি ছিল তাকে বাদ দেওয়া হয়েছে। এক সিরিজ পর ত্রয়ী আবার ফিরলেন টি-টোয়েন্টি ফরম্যাটে।

এদিকে দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব, শামীম হোসেন ও আকবর আলী। সাইফ পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পরই বাদ পড়েছিলেন। বাকিরা বিপিএলে নিজেদের মেলে ধরতে পারেননি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: