ভাষা আল্লাহর এক মহা নেয়ামত: ধর্ম প্রতিমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, একুশের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রতিটি বাঙালিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পবিত্র কোরআন খানি, আলোচনা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভাষা আল্লাহ পাকের এক মহা নেয়ামত। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তা’আলা ভাষার নেয়ামত দান করেছেন। মাতৃভাষা বা মায়ের ভাষায় নিজের ভাব প্রকাশ করা মানুষের জন্মগত অধিকার। এই অধিকার রক্ষার আন্দোলন করেই বাঙলার দামাল ছেলেরা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাতৃভাষা প্রত্যেক জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়। এই পথচলায় বিপত্তি ঘটে পরাধীন জাতির। তাই বাংলাদেশের জনগণকে জ্ঞানের সব স্তরে বাংলা ভাষার প্রয়োগ বৃদ্ধিতে চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের রক্ত বৃথা যায়নি। ভাষা শহীদদের কল্যাণেই এখন ‘আন্তর্জাতিক ভাষা দিবস’ এর স্বীকৃতি পেয়ে বাংলা গৌরবের আরেক ধাপে উত্তীর্ণ হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ফারুক আহাম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন মজুমদার, ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন)।