শিরোনাম

South east bank ad

আনোয়ারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সহিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার রাতে প্রথম প্রহরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু মঞ্চ চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন সামাজিক সংগঠন।

এর পর সকালে প্রভাত ফেরীতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, সাব রেজিস্ট্রি অফিস, এনজিও সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা মুখরিত হয়ে উঠে।

এ দিবসকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এদিন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, আনোয়ারা সরকারি কলেজ শহীদ মিনার, বন্দর স্মৃতি স্তম্ভে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে প্রভাত ফেরী, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, হামদ-নাত ও রচনা প্রতিযোগীতা, শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: