শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাতৃভাষা দিবস পালিত

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

মাতৃভাষা দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার রাত ১২ টা ১ মিনিটে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে দিবসটির কর্মসূচির শুভ সূচনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র ও পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছেন।

পরে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সোমবার সকালে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, পঞ্চগড় মহিলা কলেজের অবঃ অধ্যাপক হাসনুর রশিদ বাবু, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহনকারী প্রতিযোগীরা।

পরে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: