শিরোনাম

South east bank ad

ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা বোরহানউদ্দিনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ পালন করা হয়েছে।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বোরহানউদ্দিনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ'লীগ, পৌরসভা, মুক্তি যোদ্ধা সংসদ, থানা পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ, মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রকৌশলী, ওজোপাডিকো, নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেড, সরকারি আব্দুল জব্বার কলেজ, মহিলা কলেজ, কুতুব মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

ওই সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় উপস্থিত ছিলন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা আ'লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, থানা ইনচার্জ মোঃ শাহিন ফকির প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। বোরহানউদ্দিন উপজেলা আ'লীগ এর উদ্যেগে প্রভাতফেরি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: