মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন।
আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন ঢাকা জেলার পুলিশ মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ নাসিম মিয়া, সহ উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।