ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে: র্যাব
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩০৮৪ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ সকাল ০০:০৫ ঘটিকা হইতে ০১:১৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,২৫,২০০/- (নয় লক্ষ পঁচিশ হাজার দুইশত) টাকা মূল্যের ৩,০৮৪ (তিন হাজার চুরাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রিফাত (২৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৮০০/- (আটশত) টাকা জব্দ করা হয়।