সন্ধ্যার পরে শিক্ষার্থীদের ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ
মেহের মামুন, (গোপালগঞ্জ):
করোনাকালীন সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহন ব্যহত হচ্ছে। অনলাইনে ক্লাস চললেও সেখানে শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করছেনা।
সন্ধ্যার পরে পড়া বাদ দিয়ে বিভিন্ন এলাকায় একযায়গায় বসে শিক্ষার্থীরা মোবাইল গেমিংসহ বিভিন্ন আড্ডায় মজে থাকছে। সন্ধ্যার পরে তাদের ঘরে রাখতে গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ। সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকলেই তাদের গ্রেফতার করা হবে।
তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।
আজ রোববার ( ২০ ফেব্রুয়ারী) সকালে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়৷ গ্রেফতারকৃতরা হলো মুরছালিন ফকির (২১), লিমন সরদার (১৯) এবং হানিফ মোল্যা (২০)।
মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) মহোদয়ের নির্দেশনা মোতাবেক মুকসুদপুর থানা এলাকায় সন্ধ্যার পরে কোন শিক্ষার্থী বাড়ির বাইরে থাকলে তাদের গ্রেফতার করে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে এরেপরে তাদের আবার গ্রেফতার করলে আইনানুগ ব্যাবস্থ্যা গ্রহন করা হবে। তিনজনকে গ্রেফতার করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দপয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।