প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও হত্যাঃ রহস্য উদঘাটন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ১৭/০২/২০২২ তারিখ মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিপাড়া সাকিনস্থ রুপচানের খড়ের গাদার উত্তর পাশ হতে ২০/২৫ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। উক্ত মৃতদেহ পাওয়ার পর নরসিংদী জেলা পুলিশ তদন্তে নামেন ও লাশের প্রকৃত পরিচয় উদঘাটন করে। জানা যায় তার নাম মোঃ মিঠু হোসেন (২৪), পিতা- মোঃ মোসলিম উদ্দিন, সাং- রায়পুর রেলওয়ে কলোনী, ওয়ার্ড নং-১৩, সিরাজগঞ্জ পৌরসভা, থানা ও জেলা-সিরাজগঞ্জ সে কলেজে পড়ার পাশাপাশি অনলাইনে কাপড়ের ব্যবসা করতো।
ঘটনার রহস্য উদঘাটনে জানা যায়, শাহনাজ আক্তার পপি (২৮), স্বামী- আঃ বাতেন, পিতা- পিয়ার উদ্দিন, সাং- মিঠালু, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর ও পলাতক আসামী হানিফ সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের একটি প্রতারক চক্র রয়েছে। দলনেতা শাহনাজ আক্তার পপি নিজের ছদ্মনাম ব্যবহার করে নিজের প্রকৃত পরিচয় গোপন করে বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি দিয়ে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন লোকদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরবর্তীতে প্রেমের ফাঁদে ফেলে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার বলে। তার প্রেমের ফাঁদে পড়ে দেখা করতে আসলে তার সহযোগী হানিফ সহ ৩/৪ জনের প্রতারক চক্রটি তাকে আটকে রেখে মারধর করতঃ মুক্তিপণ দাবী করে।
এমনি ভাবে ডিজিস্ট মিঠু হোসেনের সাথে ফেসবুকে বন্ধুত্ব করে প্রেমের ফাঁদে ফেলে গত ১৬/০২/২০২২ তারিখ মনোহরদীতে দেখা করার জন্য ডাকে। ডিজিস্ট মিঠু হোসেন শাহনাজ আক্তার পপির প্রেমের টানে মনোহরদীতে আসলে কৌশলে তার সহযোগী হানিফ সহ অন্যান্যদের নিকট তুলে দেয় এবং তারা শিবপুর মডেল থানাধীন আশুটিয়া পূর্বপাড়া সাকিনের গোপন জায়গায় আটকে রেখে মারধর করতঃ মিঠুর অভিভাবকের কাছে মুক্তিপণ দাবী করে।
মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে মিঠু হোসেনকে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে মনোহরদী থানাধীন একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিপাড়া সাকিনস্থ রুপচানের খড়ের গাদার উত্তর পাশে ফেলে রাখে। পরবর্তীতে উক্ত পুরো ঘটনাটি নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখা উক্ত হত্যা রহস্য উদঘাটন করে উল্লেখিত প্রতারকচক্রের মূল হোতা শাহনাজ আক্তার পপিকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং বাকি সহযোগীদের গ্রেফতার করতে অভিযান চলমান আছে।
অত্র ঘটনা সংক্রান্তে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।