শিরোনাম

South east bank ad

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমিনুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফরিদপুরের সালথায় স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমিনুল ইসলামের দাফন করা হয়েছে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে মরহুমের নিজ বাড়ির আঙ্গিনায় গার্ড অব অনার দেওয়া হয়। সৈয়দ আমিনুল ইসলাম পেশায় একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৭ বছর।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার ও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসিকুজ্জামান তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমিটির সাবেক কমান্ডার আবুল কালাম আজাদসহ বিভিন্ন গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আজ ১৯শে ফেব্রুয়ারী সকাল ১০টায় সৈয়দ আমিনুল ইসলাম সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙ্গ রায়ের কান্দি গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: