শিরোনাম

South east bank ad

জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যসহ ৫জন আটক

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

ভুয়া ডিবি সদস্য পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে র‌্যাব-৬ খুলনার একটি টিম। এদের মধ্যে যশোরের চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা বিশ্বাস রয়েছেন (৪৬)। এছাড়া একজন পুলিশ সদস্যও রয়েছেন।

র‌্যাব-৬ খুলনা হেড কোয়ার্টারে এক প্রেসব্রিফিং করে অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ (১৯ ফেব্রুয়ারি) বলেন, গত ১৮ ফেব্রুয়ারি র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বাইগুনি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও পোষাক পরিধান করে কতিপয় ব্যক্তি দস্যুতা করার প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ পেয়ে গতকাল (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে মেইন রোড থেকে কৌশলে ১টি প্রাইভেটকার ও ১ টি মোটরসাইকেলসহ গোপন সাংবাদের ভিক্তিতে আসামি চৌগাছার মোস্তফা বিশ্বাস (৪৬), যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের সুজন শীল (২৯), শরিফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)কে আটক করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছে।

তারা দীর্ঘদিন ধরে এই অপরাধের সাথে জড়িত বলে স্বীকার করে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১ টি মোটরসাইকেল, ১টি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, ১টি ওয়কিটকি সেট, ডিবি পুলিশের ২টি কটি, ২টি হ্যান্ডক্যাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশ ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাঁধার চেইন ১টি উদ্ধার উদ্ধার করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: