দুর্গাপুরে জেলা প্রশাসক কাজী মো.আবদুর রহমান
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ২০২১-২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ৭ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ২০ শিক্ষার্থীকে বাই সাইকেল ও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহ্সান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান।
মঞ্চে উপবিস্ট ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, আদিবাসী নেতা গিলবার্ট চিসিম প্রমুখ।
জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান পরবর্তীতে প্রকল্প পরিদর্শনসহ কয়েকটি কাজের উদ্বোধন করেণ।