সালথায় ইজিবাইক চালক নিখোঁজ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুরের সালথা উপজেলায় এক ইজিবাইক চালক নিখোঁজ হয়েছেন। ওই ইজিবাইক চালকের নাম আব্দুল আলি মাতুব্বর (৩৫)। সে উপজেলার শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে।
ইজিবাইক চালক নিখোঁজের ঘটনায় গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর সালথা থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করছে নিখোঁজের পরিবার। জিডি নং: ৭৭৯।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে নিজ বাড়ি শৈলডুবি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আব্দুল আলি। পরে সারাদিন শেষে রাতে বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে যোগাযোগ করে তার পরিবার। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার আর খোঁজ মিলছেনা। নিখোঁজের পর থেকে পরিবার আতঙ্কে রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ওই ইজিবাইক চালকের পরিবার সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।