ফরিদপুরে লেখক পরিষদের উদ্যোগে কবি-সাহিত্যিকদের সম্মেলন অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে কবি-সাহিত্যিকদের সম্মেলন ২০২২ গতকাল (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার অনুষ্ঠিত হয়।
ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে এ উপলক্ষে শহরের পিটিআইতে বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ রচিত উপন্যাস আমারে জ্যান্ত কবর দাও ও ছড়াগ্রন্থ ,সোনার দেশের সোনারা ,এর প্রকাশনা উৎসব শুক্রবার বিকেলে শহরের পি টি আই তে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক এম, এ সামাদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ শাহনেওয়াজ ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (সাবেক সাঃ সম্পাঃ) খেলাঘর,ঢাকা, পুথি সম্রাট জালাল খান ইউসুফী,সিলেট সহ অন্যান্য জেলার কবি সাহিত্যিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বইপড়া থেকে মানুষের আগ্রহ কমে গেছে তার কারণ কবি সাহ্যিতিকরা মানসম্মত কবিতা ও গ্রন্থ লিখেন না। তরুনরা যাতে বেশি বেশি বই পড়ে তার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং বই পড়তে তরুনদের উৎসাহিত করতে হবে।
এর আগে সকালে কবিতা পাঠ, অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফরিদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোল্লা।