শিরোনাম

South east bank ad

অটোরিকশা চালক হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের অটোরিকশা চালক বলরাম মজুমদার (১৫) হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি ও দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দির ও পূজামণ্ডপে হামলা লুটপাটের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। গত দুই দিন আব্দুল কাদের মির্জা একাধিক সমাবেশে বলরাম হত্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন রোমনসহ কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রশাসন জড়িত বলে অভিযোগ করে আসছেন।

এ ঘটনায় এর আগে তিনি কোম্পানীগঞ্জ থানার ওসিকে গ্রেফতারের দাবিও জানান। এর পর বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। নিহত বলরাম মজুমদারের স্বজনরা তাঁর হত্যার ঘটনায় বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা অতিবিলম্বে বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সাথে সারাদেশে সাম্প্রদায়িক হামলাকারিদের চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবিও করেন।

উল্লেখ্য, গত ৩১জানুয়ারি দুপুরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের একটি ধান খেত থেকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় অটোরিকশা চালক বলরাম মজুমদারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: