শিরোনাম

South east bank ad

আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের বই বিতরণ

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত গণপাঠাগার ও সামাজিক ক্লাবকে বইয়ের আলোয় আলোকিত করতে বই উপহার কর্মসূচি অব্যাহত রেখেছেন 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির চলমান কর্মসূচির অংশস্বরূপ এবার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত 'আলফাডাঙ্গা ক্লাব'কে বই উপহার দিয়েছেন।

উপহার হিসেবে প্রদানকৃত বইগুলোর মধ্যে রয়েছে দেশবরেণ্য বিভিন্ন লেখকের গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্য, ইতিহাস, গবেষণামূলক ও ইসলামিক বই।

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, সিনিয়র সহ-সভাপতি এম আর রাসেল, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম ও এইচ এম মামুন প্রমুখ।

এরআগে সংগঠনটি উপজেলার রুদ্রবানা আলোর প্রত্যয় পাঠাগার ও চরনারানদিয়া বিদ্যাছায়া গ্রন্থগারে কয়েকশো বই বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।

এবিষয়ে সংগঠনটির সদস্যরা বলেন, 'আলোকিত মানুষ গড়ার একমাত্র বাহন বই। জ্ঞানী গুণীদের রচিত বই পড়ার মধ্যদিয়ে মানুষ নিজেদের মনের ভেতরের কলুষতা এবং অন্ধকারচ্ছন্নতা দূর করতে পারে। বই পড়া এবং বইয়ের রসাস্বাদন করে ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারে। তাই বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়তে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত গণপাঠাগার ও সামাজিক ক্লাবকে সংগঠনটি বই উপহার দিবেন।'

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: