১৫.২৫ কোটির ক্রিকেটারকে দ্রাবিড় বললেন, ‘জাতীয় দলে মনোযোগ দাও’
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ চলছে এখনো। তারই মাঝে চলছিল আইপিএল নিলাম। একসঙ্গে বসে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগের এই নিলাম মনোযোগ দিয়ে দেখছেন ভারতীয় ক্রিকেটাররা, এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল নিলামের সময়। মেগা নিলাম বলে কথা, এতে মনোযোগ না দেন কী করে ক্রিকেটাররা?
সেই মেগা নিলাম থেকেই এবার ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ ১৫.২৫ কোটি টাকা পেয়েছেন, পাড়ি জমিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তাতে আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামও পেয়ে যান তিনি।
আইপিএল নিলাম শেষ হওয়ার আগেই অবশ্য ভারতীয় ক্রিকেটারদের মনোযোগ ফেরাতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ম্যাচের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, ‘নিলাম চলার সময় খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই খুব উত্তেজিত ছিল, তবে এখন এটি শেষ এবং খেলোয়াড়দের এই সিরিজে মনোযোগ দেওয়া উচিত।’
অধিনায়কের সুরে ইশানও জানান, দলের কোচ রাহুল দ্রাবিড়ও তাকে একই কথা বলেছিলেন। ভারতীয় এই ওপেনার বলেন, ‘নিলাম শেষে রাহুল স্যারের সাথেও খুব ভালো কথাবার্তা হয়েছে। তিনি আমাকে বলেন, আমরা এখন যা করছি তাতে মনোযোগ দিতে। অবশ্যই, আইপিএল প্রত্যেকের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং খেলোয়াড়রা যখন একটি ভালো দলে যায়, তখন তারা আনন্দিত হয়। তবে আপাতত মনোযোগ দিতে হবে সিরিজেই।’
সেই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন কিষাণ। তিনি জানান, ওপেনিং পছন্দের জায়গা হলেও দলের প্রয়োজনে যে কোনো যায়গায় খেলতে পারেন তিনি। কিষাণের ভাষ্য, ‘ইনিংসের উদ্বোধন করতে আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। তবে পরিস্থিতি বিচারে দল আমাকে যা করতে বলে আমি তা করতে প্রস্তুত। আমি আমার ভূমিকা নিয়ে খুশি এবং যেকোনও জায়গায় ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’